উত্তরদিনাজপুর

উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থেকে বিরল প্রজাতির তিনটি বন বিড়াল উদ্ধার

বিরল প্রজাতির তিনটি বন বিড়াল উদ্ধার করল উত্তর দিনাজপুর জেলার করনদিঘি বনদফতর। বিড়ালগুলিকে বৃহস্পতিবার রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাসে আনা হচ্ছে। তবে বন্য পশু আটক রাখার অভিযোগে বনদফতর কাউকে আটক করতে পারেনি।

করনদিঘির বন দপ্তরের আধিকারিক অঞ্জন কুমার কুন্ডু জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে করনদিঘি থানার টুঙ্গিদিঘি হাটে হানা দিয়ে এক মুরগী বিক্রেতার কাছ থেকে এই তিনটি বিরল প্রজাতির বন বিড়াল উদ্ধার হয়। জানা গিয়েছে, ওই মুরগী বিক্রেতা বাচ্চা অবস্থাতেই তিনটি বন বিড়ালের ছানাকে নিজের বাড়িতে খাঁচায় রেখে বড় করেছিল। কেউ যদি পোষার জন্য বন বিড়ালগুলিকে কেনে সেই উদ্দেশ্যে আজ হাটে খাঁচাশুদ্ধ বন বিড়ালগুলিকে টুঙিদিঘী হাটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন। গোপনসূত্রে খবর পেয়ে বন বিভাগের কর্মীরা বিড়ালগুলিকে উদ্ধার করে নিয়ে আসে।